জুয়ার আসর থেকে মহিলা আ. লীগ সভানেত্রীর ছেলেসহ আটক ৯

জয়পুরহাটে জুয়ার আসর থেকে আটক জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলেসহ নয়জন জুয়াড়ি। ছবি : এনটিভি
জয়পুরহাটে জুয়ার আসর থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলেসহ নয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাব থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকরা দীর্ঘদিন থেকে শহরের জিরো পয়েন্টের বন্ধু ক্লাবে জুয়া খেলে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সেখানে অভিযান চালিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর ছেলেসহ নয়জনকে আটক করা হয়।
অভিযানে খালি ফেনসিডিলের বোতল, জুয়ার সরঞ্জাম, ৫২ হাজার টাকা ও চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।