Beta

‘তেলের দাম বৃদ্ধির কারণে বিমানে লোকসান’

১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৮

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্য পূর্ববর্তী বছরের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধির কারণে বিমানের লোকসান হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।

আজ বৃহস্পতিবার  জাতীয় সংসদে বিএনপির রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘উড়োজাহাজের জ্বালানি তেলের মূল্য পূর্ববর্তী বছরের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি, উড়োজাহাজের লিজ খরচ বৃদ্ধি, পূর্ববর্তী বছরের তুলনায় বৈদেশিক ঋণের সুদ বাবদ খরচ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধি, ককপিট ক্রুদের বেতন-ভাতা বৃদ্ধির কারণেই বিমান খাতে লোকসান হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০১৪-১৫ অর্থবছর থেকে পরপর তিন অর্থবছর লাভ করেছে। তবে ২০১৭-১৮ অর্থবছরে ২০১.৪৭ কোটি টাকা লোকসান করেছে।

Advertisement