Beta

নেত্রকোনায় খাল-জলাশয় রক্ষার দাবিতে মানববন্ধন

১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেবির জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, পৌর শহরের সরকারি খাল-জলাশয় রক্ষার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি : এনটিভি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেবির জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, পৌর শহরের সরকারি খাল -জলাশয় রক্ষার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে  সার্বজনীন নাগরিক কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে উপজেলা প্রেসক্লাব, ডিএসকে, সুজন, বঙ্গবন্ধু পরিষদ, প্রতিরোধ যোদ্ধা পরিষদ, এনজিও সমন্বয় পরিষদ, আওয়ামী শ্রমিক ঐক্য পরিষদ, মুক্তি চেতনা-৭১সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন সার্বজনিন নাগরিক কমিটির সহসভাপতি এ কে এম ইয়াহিয়া, সার্বজনীন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রতিরোধ যোদ্ধার উপজেলা সভাপতি গিলভার্ড চিছাম, বাকলজোড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রভাষ সাহাসহ আরো অনেকে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম মানববন্ধনের নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন।

এ ছাড়া এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং।

Advertisement