Beta

অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় আগ্নিদগ্ধ হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়ার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘গতকাল রাতে তানিয়াকে ভর্তি করা হয় সিএমএইচে। তখন তাঁর শরীরের অন্তত ৯০ ভাগ অগ্নিদগ্ধ অবস্থায় ছিলেন। রাত থেকে সকাল পর্যন্ত তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সকাল ১০টার দিকে তিনি মারা যান।’

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এনটিভি অনলাইনকে বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে আমরা প্রথমে জানতে পেরেছিলাম। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা বাডিতে আগুন লাগার ঘটনা দেখতে পাইনি।’

লিমা খানম আরো বলেন, ‘তবে শুনেছিলাম, একজন নারীর শরীরে আগুন লেগেছিল। স্থানীয়রা তাঁকে একটি হাসপাতালে নিয়েছিল। আমরা তাঁকে পাইনি। পরে শুনেছি তিনি দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া বেগম।’

ফায়ার সার্ভিসের আরেক ডিউটি অফিসার এরশাদ হুসাইন বলেন, ‘বাড়ির লোকজন বলেছিল, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। কিন্তু আগুন লাগার কোনো প্রমাণ আমরা সেখানে গিয়ে পাইনি।’

Advertisement