Beta

বিএনপি নেতারা ভাড়াটে রাজনীতিবিদ : তথ্যমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতারা ভাড়াটে রাজনীতিবিদ। দলটির (বিএনপি) সিনিয়র নেতারা অন্য দল থেকে এসেছেন। কাজেই বিএনপি একটি লিমিটেড কোম্পানি।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাই অন্য দল থেকে এসেছেন। মওদুদ আহমদ তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে পরে বিএনপিতে এসেছেন। আর মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভী ছাত্রজীবনে অন্য দল করেছেন। তাঁরাই এখন বিএনপির নীতিনির্ধারক।’

ছাত্রলীগের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগে বর্তমানে যে সমস্যা চলছে, তা সমাধানযোগ্য। এটি বড় কোনো বিষয় নয়।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন কর্মসূচির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের কর্মসূচি কখনো শান্তিপূর্ণ ছিল না। ২০১৪ সালে বিএনপি সারা দেশে দানবীয় কর্মসূচি পালন করে মানুষের গণধিক্কৃত দলে পরিণত হয়েছে। এ কারণেই তাদের একজন নেতা মানববন্ধন কর্মসূচিকে দানববন্ধন কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছেন।’

Advertisement