Beta

১২ ক্রুসহ বঙ্গোপসাগরে ডুবে গেছে লাইটার জাহাজ

১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে পণ্যবাহী একটি লাইটারেজ জাহাজ ১২ ক্রুসহ ডুবে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে কয়লা নিয়ে রাজধানীতে যাওয়ার পথে উত্তাল সাগরে ডুবে যায় হিরাপর্বত-৮ নামের জাহাজটি। নিখোঁজ ১২ ক্রুকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

কোস্টগার্ড জানিয়েছে, হিরাপর্বত-৮ কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে রাজধানীর উদ্দেশে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম বন্দর থেকে ১৬ নটিক্যাল মাইল দূরে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে পৌঁছানোর পর বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি। এ সময় ১২ ক্রুসহ ডুবে যায় লাইটারেজটি।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানিয়েছেন, হিরাপর্বত-৮-এর ১২ নিখোঁজ ক্রুকে উদ্ধারে নৌবাহিনীর তিনটি জাহাজ ও কোস্টগার্ডের দুটি জাহাজ কাজ করছে।

Advertisement