Beta

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি কাজী পাপেলের ফাঁসির দাবিতে আজ বুধবার মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীতে আট বছরের এক মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি কাজী পাপেলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ঘাটুরা বাসস্ট্যান্ড মোড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মানববন্ধন করা হয়। এতে ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য দেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহসিন খন্দকার, নির্যাতিত শিশুর চাচাসহ স্থানীয়রা।

এ সময় বক্তারা গ্রেপ্তার হওয়া পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

গত ২২ আগস্ট দুপুরে কাজী পাপেল শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী।

Advertisement