Beta

ময়মনসিংহে ‘ডেঙ্গুতে’ নারীর মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ফাতেমা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ফাতেমা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা। ডেঙ্গুসহ নানা জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন বলে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এবিএম সামসুজ্জামান। তিনি জানান, ওই নারী গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ হাসপাতাল থেকে এসে ময়মনসিংহে ভর্তি হন। এ সময় ডেঙ্গুসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। তাই তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এ কথা নিশ্চিত বলা যাচ্ছে না। হাসপাতালে বর্তমানে ৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

এদিকে, এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও নারীসহ সাত ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী।

Advertisement