Beta

টেকনাফে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হারিছ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। সে স্থানীয় মাদ্রাসায় হেফজ বিভাগে তৃতীয় শ্রেণিতে পড়ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে কয়েকজন শিশু বাড়ির বাইরে খেলতে বের হয়। এ সময় অতিরিক্ত বৃষ্টির কারণে বিলের পানির স্রোতে ভেসে যায় শিশু হারিছ। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার ভোরে টেকনাফের পুরান পল্লান পাড়া এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

Advertisement