Beta

নানকের ছেলের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৪ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৫

নিজস্ব প্রতিবেদক
সায়াম-উর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম-উর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে জাহাঙ্গীর কবির নানকের ধানমণ্ডির বাসভবনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দেশবাসীর কাছে  নিজ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও সায়াম-উর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম  বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগ ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। 

সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Advertisement