Beta

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

০৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৩

আদালত প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে বৃহত্তর ঢাকা যুব আইনজীবী সমিতি। ছবি : এনটিভি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় বাতিলসহ নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বৃহত্তর ঢাকা যুব আইনজীবী সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, আজিজুল ইসলাম খান বাচ্চু, খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়াসহ একাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।  

ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজনৈতিকভাবে। আমরা দ্রুত তাঁর মুক্তি কামনা করছি।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জননী। তাঁর মুক্তির কোনো বিকল্প নাই।  তাঁর মুক্তির জন্য আমাদের সবার একযোগে আন্দোলন করা উচিত। বিএনপির কেউ আন্দোলন করলে আইনজীবী সমাজ রাজপথে নামবে ও আন্দোলন করবে।

Advertisement