Beta

প্রথম বেঞ্চে বসা নিয়ে ঝগড়া, ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৪

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সহপাঠীর ঘুষিতে নিহত স্কুলছাত্র মাহিদ ইসলাম। ছবি : এনটিভি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সহপাঠীর ঘুষিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহিদ ইসলাম (১৩) উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। সে উপজেলার মল্লিকপুর গ্রামের আলতমা আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্রেণিকক্ষের প্রথম সারির বেঞ্চে বসা নিয়ে আজ মাহিদের সঙ্গে সহপাঠী সাইফুল ইসলামের (১৪) ঝগড়া বাঁধে। একপর্যায়ে মাহিদের নাকে ঘুষি দেয় সাইফুল। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মাহিদ। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে। আটক সাইফুলের বাড়ি ফেঞ্চুগঞ্জের মনুরটুক গ্রামে। মাহিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement