Beta

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ দুজন নিহত

১৫ আগস্ট ২০১৯, ১৮:২২

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইমাদপুরে আজ বৃহস্পতিবার দুপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু জায়েদ হোসেন। ছবি : এনটিভি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইমাদপুরে আজ বৃহস্পতিবার দুপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুটির মা, বোন, ফুপু ও দাদি।

নিহত দুজন হলেন সিরাজুল ও শেরপুরের কালিবাড়ী চেংগুরিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে জায়েদ হোসেন (৬)। আহত হয়েছেন মালেকের স্ত্রী কাজল বেগম (২৫), মা বেগম (৪৭), মেয়ে মুন্নী বেগম (৪) ও বোন তামান্না (২২)। হতহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, আজ দুপুরে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জায়েদের মৃত্যু হয়। আহত হয় পাঁচজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল নামের একজনের মৃত্যু হয়।

Advertisement