Beta

ময়মনসিংহে মাথায় আঘাত করে নৈশপ্রহরীকে হত্যা

১৫ আগস্ট ২০১৯, ১৩:৫৩ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯, ১৪:৫৯

গতকাল বুধবার দিবাগত রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুর্বৃত্তের হামলায় নিহত লাল মিয়ার মরদেহ। ছবি : এনটিভি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় লাল মিয়া (৬০) নামের এক নৈশপ্রহরীকে মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরো একজন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বৈলর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লাল মিয়া বৈলর এলাকার বাসিন্দা হারেজ আলীর ছেলে। বৈলর বাজারের নৈশপ্রহরী ছিলেন তিনি। আহত ব্যক্তির নাম তারা মিয়া (৪৫)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, গতকাল দিবাগত রাতে কে বা কারা নৈশপ্রহরী লাল মিয়ার মাথায় পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করে। পরে লাল মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তারা মিয়া নামের আরো একজন আহত হয়েছেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আজিজুর রহমান।

Advertisement