Beta

ডেঙ্গুতে সরকারের অবহেলা অমার্জনীয় : ড. কামাল

৩১ জুলাই ২০১৯, ২৩:২৫

নিজস্ব সংবাদদাতা
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। পুরোনো ছবি : এনটিভি

ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা অমার্জনীয়। স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয়। সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে নির্দেশনা দিচ্ছে, তা কারো কাম্য ছিল না।

ড. কামাল অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।

Advertisement