Beta

শেরপুরে বেড়িবাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি

২০ জুলাই ২০১৯, ২২:৩৯

শেরপুর জেলা সদরের বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারি বেড়িবাঁধ ভেঙে গেছে। ছবি : এনটিভি

শেরপুর জেলা সদরের বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারি বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় পুরাতন ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার প্রায় ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল তোড়ে বেতমারি বেড়িবাঁধটির প্রায় ২০০ মিটার অংশ ভেঙে গেলে আশেপাশের এলাকা প্লাবিত হয়।

বিশেষ করে বেতমারি, চরখারচর, ঘুঘুরাকান্দিসহ অন্তত পাঁচটি গ্রামের প্রায় পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে, শেরপুর-জামালপুর সড়কে কজওয়েতে পানি না কমায় এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

Advertisement