সীমানা বিরোধ নিয়ে ‘মারধরে’ নিহত ১, পুলিশ বলছে ‘হার্ট অ্যাটাক’

Looks like you've blocked notifications!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে স্বজনদের হামলায় উছমান মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করছে নিহতের পরিবার। তবে পুলিশ বলছে, উছমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত উছমানের পরিবারের দাবি, সাতবর্গ গ্রামে উছমানের সঙ্গে তাঁর স্বজন ফরহাদ মিয়া, নান্নু মিয়া, জমসেদ মিয়া ও জাবেদ মিয়ার দীর্ঘদিন ধরে পুকুর ও জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও বিষয়টির মীমাংসা হয়নি।

এ নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে বাড়ির পাশের সড়কে উছমানকে একা পেয়ে ফরহাদ মিয়া, নান্নু মিয়া, জমসেদ মিয়া ও জাবেদ মিয়া মারধর করেন। এ সময় দৌড়ে বাড়িতে আশ্রয় খুঁজতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন উছমান। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উছমানকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম দাবি করেন, উছমান মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান ওসি ফয়জুল আজীম।