সড়ক দুর্ঘটনা

উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
আজ শনিবার ভোরে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ট্রাক উল্টে যায়। ছবি : এনটিভি

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক। আজ শনিবার ভোরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, আজ ভোরের দিকে বিদ্যুতের মালামালসহ একটি ট্রাক ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশে যাত্রা করে। এ সময় ট্রাকটি ধুলদী এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত হন এবং আহত হন আরো পাঁচ শ্রমিক।

নুরুল আলম আরো জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে আটকে ছিলেন। পরে ট্রাক সরিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় পাঁচ শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই শ্রমিকের লাশ কানাইপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান নুরুল আলম।

আজ শনিবার ভোরে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ট্রাক উল্টে নিহত দুই শ্রমিকের লাশ। ছবি : এনটিভি