ভৈরবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন খেলা দুটির উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলায় পৌর এলাকার চণ্ডীবের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয় উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপে পৌরশহরের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এর আগে ইউএনও ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ প্রমুখ।