রিকশা চলাচলের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

Looks like you've blocked notifications!

রাজধানীর তিনটি প্রধান সড়কে রিকশা চলাচলের ওপর ঢাকার দুই সিটি করপোরেশনের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন দাখিল করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা এ আবেদন দাখিল করেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিকশা নিয়ে ২০১২ সালে করা এক রিট আবেদনের ধারাবাহিকতায় সম্পূরক আবেদন করা হয়। আবেদনে সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত এবং রাস্তায় জনগণের চলাচলের জন্য বিকল্প কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৩ জুলাই কুড়িল থেকে সায়েদাবাদ ভায়া রামপুরা ও খিলগাঁও, গাবতলী থেকে আজিমপুর ভায়া আসাদ গেট এবং সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগের রাস্তায় রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।