Beta

এরশাদের জন্য চার দিন শোকবই খোলা থাকবে

১৪ জুলাই ২০১৯, ২৩:২৬

নিজস্ব সংবাদদাতা
সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। পুরোনো ছবি : এনটিভি

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট চার দিন শোকবই খোলা থাকবে।

রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সুনীল শুভরায় জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় এবং কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পল্লীবন্ধু এরশাদের জন্য ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শোকবই খোলা থাকবে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রথম জানাজা বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আহসান হাবীব। এরপর তাঁর মরদেহ সিএমএইচের হিমঘরে নেওয়া হয়।

Advertisement