বিএসএফের তাড়া খেয়ে বাংলাদেশে ভারতীয় চোরাচালানি

Looks like you've blocked notifications!

গরু পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েছেন এক ভারতীয় চোরাচালানি। বিজিবি তাকে আটক করেছে। তার দেহে রাবার বুলেটের চিহ্ণ রয়েছে। আজ রোববার বিকেলে সাতক্ষীরার কালিয়ানী সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক ভারতীয় নাগরিক মফিজুল ইসলাম সরদার জানিয়েছেন, বিএসএফের দুবলিয়া ক্যাম্প সদস্যরা তাঁকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। প্রাণ রক্ষায় তিনি সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় গরু বাংলাদেশে পাচার করছিলেন বলে স্বীকার করেন মফিজুল। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বাঁকড়া গ্রামে তাঁর বাড়ি।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার গোলাম মহিউদ্দিন জানান, মফিজকে আটক করে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।