Beta

এরশাদের গঠনমূলক বিরোধিতার প্রশংসা করলেন কাদের

১৪ জুলাই ২০১৯, ২২:৫০ | আপডেট: ১৪ জুলাই ২০১৯, ২৩:৪৩

নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে এরশাদের গঠনমূলক বিরোধিতার প্রশংসা করেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলের নেতা হিসেবে তাঁর গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছি। আজও মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছি। শোকসন্তপ্ত পরিজনদের কাছে সমবেদনা জানিয়েছি।’

আজ সকাল পৌনে ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জাতীয় পার্টির চেয়ারম্যান শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত ২৬ জুন থেকে ঢাকার সিএমএইচে ভর্তি ছিলেন এইচ এম এরশাদ। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আশির দশকে অবৈধভাবে ক্ষমতা দখল করে আট বছর ক্ষমতায় থাকা সাবেক এই সামরিক শাসক একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Advertisement