Beta

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ৩

১৩ জুলাই ২০১৯, ২২:২১

ময়মনসিংহের ফুলপুর ও ফুলবাড়িয়ায় বজ্রপাতে কৃষক ও জেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

আজ শনিবার দুপুরে ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের কৃষক জামাল উদ্দিন (৪০) ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের সোহাগ মিয়া খামারের হাঁস বিলে নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিহত যান।

এদিন একই সময় ফুলবাড়িয়া উপজেলার বরবিলা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়েছেন চৈইত কোচ (২২) নামের এক ব্যক্তি। তার বড় ভাই মনুবর্মন এ সময় আহত হন। হতাহতদের বাড়ি উপজেলার হাতিলেট গ্রামে।

Advertisement