Beta

ঢাকায় ৭ দিনে সহস্রাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত

১২ জুলাই ২০১৯, ২২:৩১

নিজস্ব প্রতিবেদক
প্রতিদিন বহু মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। ছবি : এনটিভি

ঢাকায় গত সাত দিনে মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮ জন। আর গত ২৪ ঘণ্টায় শতাধিক। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর আসছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম। ডেঙ্গু প্রতিরোধে নগর কর্তৃপক্ষের আরো কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে নগরবাসী।

সরকারি হিসাব মতে, চলতি মাসে রাজধানীতে এ পর্যন্ত মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে দুই হাজারের মতো মানুষ। আর গত মে মাসে আক্রান্ত হন ১৯৩ জন, জুনে ১ হাজার ৬৫৩।  অর্থাৎ নগরীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। যদিও বেসরকারি হিসাব মতে, এই পরিসংখ্যান আরো বেশি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চিকিৎসকসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে থাকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি আক্ষেপ করে বলছিলেন, ‘আমাদের এ অবস্থার জন্য কে দায়ী? মেয়রই তো দায়ী, এগুলো কি দেখা উচিত না? এগুলো যে ছেটানো হয়, এগুলো কোন ওষুধ? এগুলোতে তো কোনো কাজই হয় না।’

এদিকে সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো, প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে ডেঙ্গু জ্বরের ধরণ। অনেকেরই সাধারণ জ্বর ভাল হওয়ার পরবর্তী সময় ধরা পড়ছে ডেঙ্গু।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপর এক রোগী বলছিলেন, ‘আমার জ্বর ছিল না, কিন্তু শরীরে দুর্বলতা ছিল। খেতে পারতাম না, এজন্যই ডাক্তার দেখানো, তারপর দেখা গেল ডেঙ্গু জ্বর। প্লাটিলেট কমে যাচ্ছে। এটা ধরা পড়ার পর আমি হাসপাতালে ভর্তি হই।’

ঢাকা মেডিকেলে এক ইন্টার্ন চিকিৎসক বলছিলেন, ‘গতবারের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। ঢাকার যেসব জায়গায় ডেঙ্গু বেশি হয়, রামপুরা, মগবাজার ও বনশ্রী, এসব এলাকা থেকে বেশি আসতেছে।’

এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে নাগরিক সমাজ। আজ শুক্রবার সকালে শাহবাগে মানববন্ধন থেকে সিটি মেয়রদের মশা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা আক্ষেপ করে বলেন, ঢাকা সিটির কর্তাব্যক্তিরা দায়-দায়িত্ব না নিয়ে বালখিল্যসুলভ কথাবার্তা বলছেন। এজন্য আরো বেশি করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কায় এ বছর এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। সেই সঙ্গে এই রোগে  আক্রান্তদের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মহামারী আকার ধারণ করেছে থাইল্যান্ডেও।

Advertisement