Beta

পাহাড়ি ঢলে ভেসে এলো ২ রোহিঙ্গা সহোদরের লাশ

১২ জুলাই ২০১৯, ০৮:১০ | আপডেট: ১২ জুলাই ২০১৯, ১০:৩৮

ছবি : মোহাম্মদ ইব্রাহিম

কক্সবাজারের উখিয়া উপজেলায় পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। তারা আপন ভাই।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের একটি খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের ১৬ নম্বর ব্লকের আবদুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও তাঁর ভাই আনোয়ার ফয়সাল (৬)।

ক্যাম্পের শরণার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া খেলার মাঠে খেলতে যায় দুই ভাই। এরপর সারা দিন ঘরে না ফেরায় পরিবার ও আশপাশের লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে রাতে ওই এলাকার একটি খালে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢলে দুই রোহিঙ্গা শিশু ভেসে গিয়ে মারা গেছে। লাশ উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

উখিয়া হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বলেন, পাহাড়ি ঢলে সাদেক ও ফয়সাল নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement