Beta

শপথ নিলেন বিএনপির এমপি সিরাজ

১১ জুলাই ২০১৯, ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে আজ বৃহস্পতিবার বিকেলে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : ফোকাস বাংলা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) গোলাম মোহাম্মদ সিরাজ শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে এমপি হিসেবে শপথ বাক্য পাঠ করান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে নির্বাচিত হন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ২৪ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজ আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে এমপি হিসেবে নির্বাচিত হন। আজ তিনি শপথ নিলেন।

সংসদ ভবনের এ শপথ অনুষ্ঠানে বিএনপি এমপি হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসন ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

 

Advertisement