ডেঙ্গু মোকাবিলায় ‘ব্যর্থ’ ডিএনসিসি : ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

Looks like you've blocked notifications!

রাজধানীতে ডেঙ্গু মোকাবিলায় ‘ব্যর্থ’ হওয়ায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইজীবী।

আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ‘গত ২৯ জুন আমার স্ত্রী (নোটিশদাতার স্ত্রী) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে আংশিক সুস্থতা লাভ করেন। যেহেতু এডিস মশা নিধনে দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে।

ক্ষতিপূরণের পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে খিলগাঁও ১ নম্বর ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে নোটিশে বলা হয়েছে।

অন্যথায় যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।