টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, পুলিশের দাবি মাদক কারবারি

Looks like you've blocked notifications!

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠ ছড়া এলাকায় বুধবার রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. আব্দুল মালেক (৩৬) নামের এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহত মো. আব্দুল মালেক টেকনাফ নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে মাদক কারবারি দাবি করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, বুধবার রাত পৌনে ১২টার ইয়াবা উদ্ধার অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মাদক কারবারিরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে মালেকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

ওসির দাবি, ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল তল্লাশি করে দুটি দেশীয় তৈরি এলজি, ১৩টি তাজা কার্তুজ, ২১টি খালি খোসা ও পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।