Beta

‘অবস্থার উন্নতি নেই’, এরশাদের জন্য দোয়া চাইলেন কাদের

০৪ জুলাই ২০১৯, ২১:৩০

নিজস্ব প্রতিবেদক

লাইফ সাপোর্টে আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সিঙ্গাপুরে তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানোর হয়েছিল। কিন্তু এ মুহূর্তে সেখানে নেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন সে দেশের চিকিৎসকরা। ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মত দিয়েছেন তাঁরা।  

 আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বনানীতে সাংবাদিকদের এসব কথা জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া অন্যান্য উপাসনালয়গুলোতেও এইচ এম এরশাদের জন্য প্রার্থনার করার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিকেল ৪টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে নেওয়া হয় এইচ এম এরশাদকে।  

জি এম কাদের সাংবাদিকদের বলেন, ‘গত চারদিন ধরে তার অবস্থা অপরিবর্তিত ছিল। এ ধরণের ঘোষণা ডাক্তারদের মূল্যায়ণ হিসেবে আমরা দিয়েছি। প্রথম দুইদিন পর্যন্ত এ অপরিবর্তিত অবস্থা থাকাটা শুভ লক্ষণ, এটা ভালো, উনার অবস্থা অবনতি হচ্ছে না। তৃতীয় দিন থেকে দেখলাম ডাক্তাররা একটু চিন্তিত। চতুর্থ দিন অর্থাৎ আজকে উনারা বললেন যে এটা উনার (এরশাদ) জন্য শুভলক্ষণ নয়। বরং এটা একটা ডেঞ্জার সাইড যে উনি স্বাভাবিকত্ব পাচ্ছেন না, উনার অবস্থার উন্নতি হচ্ছে না।’

জি এম কাদের জানান, ফুসফুসের সংক্রমণের কারণে তাঁর শ্বাসকষ্ট আবার বাড়তে থাকে। তিনি বলেন, ‘তখন দেখা গেল কিডনি ফাংশন পর্যাপ্ত চালু হয়নি।’

জি এম কাদের বলেন, ‘সিঙ্গাপুরে তাঁর শারীরিক পরীক্ষার সব রিপোর্ট পাঠানো হয়। সিঙ্গাপুর থেকে বলা হয় এ মুহূর্তে সেখানে নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সিএমএইচের ওপর ভরসা করছি।’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘উনার অনেক অঙ্গপ্রত্যঙ্গই সঠিকভাবেই কাজ করছে না। প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছে। ডাক্তাররা সাধ্যমত চেষ্টা করছেন।’

Advertisement