ট্রাকচাপায় যুবক নিহত

জয়পুরহাট শহরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মলিন (২৭) সদর উপজেলার ইছুয়া গ্রামের মঈনউদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আহত আব্দুস সাত্তার একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, মলিন ও সাত্তার জয়পুরহাট শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে মলিনের মরদেহ রাখা হয়েছে।