Beta

চাঁপাইনবাবগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

০৪ জুলাই ২০১৯, ০৯:৫৫

ভিডিও- চাঁপাইনবাবগঞ্জে বুধবার এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয়েছে জননন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে গতকাল বুধবার সকালে ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ডি এম তালেবুল নবী, গোলাম মস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, ‘রাতে যখন টিভি দেখার সুযোগ পাই, তখন এনটিভিতেই বেশি সময় ধরে থাকি এর বিশেষ অনুষ্ঠানগুলো ভালো লাগার কারণে। আমার বিবেচনায় এটি একটি সুন্দর, পরিচ্ছন্ন চ্যানেল। এনটিভি শুধু বিনোদনই দেয় না, সংবাদই দেয় না, সোশ্যাল রেসপন্সিবিলিটিতেও ভূমিকা রাখে। চ্যানেলটির রিয়ালিটি শোসহ অনুষ্ঠানমালা ও পক্ষপাতহীন সংবাদ প্রশংসার দাবি রাখে।’

আলোচনা সভার বাকি বক্তারাও বাংলাদেশের টেলিভিশন মাধ্যমে এনটিভির ভূমিকার প্রশংসা করে সামনে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এর আগে অতিথিরা এনটিভির ১৭তম জন্মদিন উপলক্ষে একসঙ্গে কেক কাটেন।

Advertisement