Beta

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এনটিভির চার কর্মী

০৪ জুলাই ২০১৯, ০১:০৭ | আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০১:২৮

নিজস্ব প্রতিবেদেক

রাজধানীর বনানীতে দুর্ঘটনার কবলে পড়েছে এনটিভির কর্মীদের বহনকারী গাড়ি। কাজ শেষে বাসায় ফিরছিলেন এনটিভির চারজন কর্মী। রাত ১২টার দিকে বনানীতে তাঁদের বহনকারী গাড়িকে কালো রঙের একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আহত হন এনটিভির চারজন কর্মী। তাঁরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ধাক্কায় এনটিভির গাড়ি উল্টে গিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে এনটিভির গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মীরাও আহত হয়েছেন। পেছন থেকে ধাক্কা দেওয়া গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে ধাক্কা দেওয়া গাড়িটির নম্বর (ঢাকা মেট্রো -গ-২০-৭৬৩২)। তাদের গাড়ি থেকে মদের গন্ধ পাওয়া যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে।

এনটিভি অনলাইনের সহকারী বার্তা সম্পাদক মাহবুব আলম রনী সেই গাড়িতে ছিলেন। তিনি জানিয়েছেন, অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। তাঁর সঙ্গে এনটিভির আরো তিন কর্মী নজরুল ইসলাম সম্রাট, সোহেল ছিলেন। তাদের সঙ্গে আহত হয়েছেন এনটিভির চালক মাসুদ।

পরে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে গাড়ি সড়িয়ে দেন।

Advertisement