রেলওয়ের আধুনিকায়ন ও সংস্কার চেয়ে হাইকোর্টে রিট

Looks like you've blocked notifications!

রেলওয়ের আধুনিকায়ন ও সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সারা দেশে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে রেললাইনের আধুনিকায়ন, সংস্কার এবং সংরক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি রয়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।

অমিত দাসগুপ্ত জানান, আগামী সপ্তাহে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২৫ জুন একটি দৈনিকে ‘সংস্কারের অভাবেই রেলে মৃত্যুফাঁদ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিট আবেদনে।

গত রোববার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি রেলসেতু থেকে খাদে পড়ে চারজন নিহত হলে এ প্রতিবেদন প্রকাশ করে দৈনিকটি।