তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন আরো ২৪ বাংলাদেশি

Looks like you've blocked notifications!

তিউনিশিয়া থেকে বুধবার আরো ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিকাল সোয়া ৫টার দিকে তাঁদের বহনকারী কাতার এয়ারওয়েজ কিউআর-৬৩৪ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শ‌রিফুল হাসান।

তিউনিশিয়া ফেরত ২৪ কর্মী এখন ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের জন্য অবস্থান করছেন এবং কর্মীদের ঠিকানা ভেরিফিকেশনের জন্য তাদের সংশ্লিষ্ট থানাতে বার্তা প্রদান করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এদিকে মঙ্গলবার তিউনিশিয়া ফেরত ১৫ কর্মী এখনো ইমিগ্রেশনে অবস্থান করছেন বলে জানা গেছে।

তিন ধাপে তিউনিশিয়া থেকে মোট ৫৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আর বাকি আটজন দেশে ফেরত আসতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদেরও ফেরত পাঠানোর জন্য তিউনিশিয়া কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে যোগাযোগ করছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শ‌রিফুল হাসান জানান, তিউনিশিয়া ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৪ বাংলাদেশির মধ্যে ২৬ জনই মাদারীপু‌রের। এছাড়া ব্রাহ্মণবা‌ড়িয়ার ১৫ জন, সিলেটের আটজন, শরীয়তপুর ও মৌলভীবাজারের তিনজন করে, নোয়াখালীর দুজন এবং চাঁদপুর, সুনামগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদী, ফরিদপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।