Beta

বন্ধ সব টেক্সটাইল মিল চালু হবে : বস্ত্রমন্ত্রী

২৫ জুন ২০১৯, ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি : সংগৃহীত

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশই প্রথম পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মাধ্যমে দেশের বন্ধ টেক্সটাইল মিলগুলোকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। বন্ধ এসব মিলসমূহ পুনরায় চালু হলে এসব শিল্প-প্রতিষ্ঠানে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমান সরকার পর্যায়ক্রমে দেশের সব বন্ধ টেক্সটাই মিল পিপিপি’র মাধ্যমে চালু করার প্রচেষ্টা করছে।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে পিপিপির মাধ্যমে বিটিএমসির আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস লিমিটেড মিলটি কনসোর্টিয়াম অব তানজিনা ফ্যাশন লিমিটেডের মাধ্যমে পরিচালিত হওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে বিটিএমসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এবং কনসোর্টিয়াম অব তানজিনা ফ্যাশন লিমিটেডের পক্ষে হাসানুল মুজিব।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম, মোমিন মণ্ডল, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব গুলনার নাজমুন নাহার, বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, তানজিনা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুল মুজিব প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিটিএমসির ৬৩৬ দশমিক ৩৮ একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এই জমি পিপিপির মাধ্যমে উৎপাদন খাতে ব্যবহারের ফলে একদিকে যেমন সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান লাভবান হবে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের বন্ধ মিলসমূহ চালু করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। বিটিএমসির বন্ধ মিলসমূহ পিপিপির মাধ্যমে পরিচালনার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সিদ্ধাস্ত গ্রহণ করেছে। একই সাথে পর্যায়ক্রমে পিপিপির মাধ্যমে বিটিএমসির হতে ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল পিপিপির আওতায় পারিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) নীতিগত অনুমোদন পাওয়া গেছে।

এখন থেকে পিপিপির মাধ্যমে বিটিএমসির আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস লিমিটেড, ডেমরা  মিলটি কনসোর্টিয়াম অব তানজিনা ফ্যাশন লিমিটেডের মাধ্যমে পরিচালিত হবে। এ জন্য কনসোর্টিয়াম অব তানজিনা ফ্যাশন লিমিটেডকে লেটার অব অ্যাওয়ার্ড (এলওএ) প্রদান করা হয়েছে। এ ছাড়া ১৬টি মিল হতে প্রথম পর্যায়ে স্বল্পতম সময়ের মধ্যে আরআর টেক্সটাইল মিলস লিমিটেড, দোস্ত টেক্সটাইল মিলস লিমিটেড, মাগুরা টেক্সটাইল মিলস লিমিটেড ও রাজশাহী টেক্সটাইল মিলসের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।

Advertisement