Beta

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গেল একতা

১৫ জুন ২০১৯, ২০:৩৪

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় শনিবার ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একতা পরিবহনের একটি বাস খাদে পড়ে উল্টে যায়। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একতা পরিবহনের একটি বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হা-মীম বলেন,  সকালে রাজশাহী থেকে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়ামুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় বাসটি রাস্তা থেকে নিচে খাদে পড়ে উল্টে যায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Advertisement