Beta

নরসিংদীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

১১ জুন ২০১৯, ১৭:৩৪

নরসিংদীর পলাশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নিহত স্কুলছাত্রী বৃষ্টি আক্তার। ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি আক্তার (১২) পলাশ সদর মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। সে ঘোড়াশাল পৌরসভার দড়িহাওলাপাড়া গ্রামের খায়রুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরে পলাশের গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে বড় বোন তানিয়া আক্তারের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় বৃষ্টি। সেখানে থাকা অবস্থায়ই মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে পা পিছলে পড়ে যায় সে। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় বৃষ্টিকে পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন। এরপর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।

Advertisement