Beta

নবাবগঞ্জে ছিনতাইকারীর কোপে ২ বন্ধু নিহত

২৪ মে ২০১৯, ১৪:২২

ইউএনবি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দাওয়াত খেয়ে ফেরার পথে ছিনতাইকারীদের কোপে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাঝিকান্দা এলাকায় তাঁদের ওপর হামলা চালানো হয়।

নিহতরা হলেন নোয়াদ্দা গ্রামের বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী জাহিদ (৪২) ও কালাম (৫০)।

এ ঘটনায় আজ শুক্রবার সকালে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, রাতে নয়নশ্রী এলাকায় বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে দুজনে মোটরসাইকেলে করে নিজেদের বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা রামদা দিয়ে কোপ দিলে মোটরসাইকেলের পেছনে বসা কালামের গলায় আঘাত লাগে। পরে ছিনতাইকারীরা দুজনকে জখম করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

এলাকাবাসী তাঁদের উদ্ধার করে রাত ১২টার দিকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আর জাহিদকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পথে রাত ৩টার দিকে মারা যান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Advertisement