Beta

ফখরুল ফিরছেন সন্ধ্যায়

২৩ মে ২০১৯, ১৪:০৩

নিজস্ব সংবাদদাতা

ব্যাংককে চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল অবতরণ করবেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

শায়রুল জানান, ব্যাংককে চিকিৎসা শেষে মহাসচিব এবং তাঁর স্ত্রী রাহাত আরা বেগম আজ দেশে ফিরবেন।

এর আগে গত ১৫ মে চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সস্ত্রীক ব্যাংকক যান ফখরুল। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেন তিনি।

হৃদরোগ ছাড়াও বিএনপির মহাসচিবের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে। এর চিকিৎসা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালের ১৪ জুলাই কারাবন্দি ফখরুলকে বিদেশে যেতে জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

Advertisement