Beta

ক্যাপ্টেন মাশরাফি আমাদের গর্ব ও অহঙ্কার : তথ্যপ্রতিমন্ত্রী

২২ মে ২০১৯, ২২:৩১

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ছবি : ফোকাস বাংলা

সদ্য নিযুক্ত তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাই আমাদের সরকারের প্রধান কাজ। আমি সরকারের নীতি ও আদর্শ মেনেই কাজ করছি।’ আজ বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. মুরাদ গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাঁকে হঠাৎ করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কাজের মূল্যায়ন করছেন। তিনি যাকে যেখানে যে কাজে উপযুক্ত মনে করছেন, সেখানেই নিযুক্ত করছেন। তার হাত ধরেই দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমরা তার সহযোগী হিসেবে কাজ করছি।’

ক্রিকেটার মাশরাফির সঙ্গে চিকিৎসকদের বিরোধের কারণেই কি আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, ‘বিষয়টি মোটেও এমন নয়। মাশরাফি আমাদের জাতীয় ক্রিকেট টিমের একজন ক্যাপ্টেন। তিনি সবার গর্ব ও অহঙ্কার। তবে আমার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেটা মোটেও কাঙ্ক্ষিত ছিল না।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আপনার কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না? এমন প্রশ্নের জবাবে সাবেক এ স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘না, মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আমার বেশ ভালো সম্পর্কই ছিল। আমরা একসঙ্গেই কাজ করেছি।’

Advertisement