Beta

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় বাইকচালক ও যমজ শিশু নিহত

১৮ মে ২০১৯, ০৯:৪০ | আপডেট: ১৮ মে ২০১৯, ১১:২২

খুলনা নগরীতে গতকাল শুক্রবার দুপুর ২টায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক ও দুই শিশু নিহত হয়। ছবি : এনটিভি

খুলনা নগরীতে জুমার নামাজ শেষে মাজহারুল ইসলাম নামের এক পরিচিতজনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল দুই শিশু সাকিন ও ফাহিম। তারা দুজন যমজ ভাই। ফেরার পথে মোটরসাইকেলটিকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তাঁরা তিনজনই নিহত হয়।

গতকাল শুক্রবার দুপুর ২টায় নগরীর আড়ংঘাটা থানা এলাকার বড়ইতলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিন ও ফাহিম দৌলতপুর মহসিন মোড়ের বাসিন্দা রেল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলমের ছেলে। তাঁরা দুজনই ফুলবাড়িগেট তাহফিজুল হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গতকাল জুমার নামাজের পর মাজহারুল ইসলামের মোটরসাইকেলে করে দুই যমজ ভাই বাড়ি ফিরছিল। এ সময় বড়ইতলা ঘাট এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার মোটসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাজহারুল মারা যান। এ সময় গুরুতর আহত হয় দুই ভাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিন মারা যায়। আহত ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি রেজাউল আরো জানান, প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

Advertisement