Beta

নওগাঁয় ধানকাটার সময় বজ্রপাতে ২ শ্রমিক নিহত

১৮ মে ২০১৯, ০৯:০০ | আপডেট: ১৮ মে ২০১৯, ১১:৩৩

নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে হাসান আলী (৩০) ও শফিনুর ইসলাম (২৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গানোইর বিল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান গানোইর গ্রামের মতিউর রহমান ও শফিনুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিটলীটোলা গ্রামের আজাদ হোসেনের ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, গতকাল বিকেলে গানোইর মাঠে অন্য শ্রমিকদের সঙ্গে ধান কাটছিলেন হাসান ও শফিনুর। সে সময় হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরই একপর্যায়ে ওই ধানক্ষেতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসান ও শফিনুর নিহত হন। পরে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে পোরশা থানা পুলিশ।

একই ঘটনায় বুলবুল নামের আরো এক শ্রমিক গুরুতর আহত হন বলে জানান ওসি। তাঁকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement