Beta

বান্দরবানে প্রশিক্ষণ রেঞ্জে গোলা বিস্ফোরণ, ২ সেনা সদস্য নিহত

১৮ মে ২০১৯, ০৮:১৬ | আপডেট: ১৮ মে ২০১৯, ১১:১৮

সেনাবাহিনীর প্রশিক্ষণের একটি ফাইল ছবি।

বান্দরবানে সেনাবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণ রেঞ্জে পরিত্যক্ত গোলা বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় আরো ১০ সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের হলুদিয়ায় সেনাবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণ রেঞ্জে অবিস্ফোরিত পরিত্যক্ত একটি গোলা বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত দুই সেনাসদস্য হলেন জাহেদুল ইসলাম এবং নিপুন চাকমা। তাঁরা দুজনই কুমিল্লা-১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

কুমিল্লা-১৬ প্যারা ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত গোলার বিস্ফোরণে ঘটনাস্থলেই জাহেদুল নিহত হন। নিপুন চাকমা হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান।

সেনাবাহিনী আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড বিজিবি হাসপাতালে ও পরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে।

Advertisement