Beta

ঝড়ে ভেঙে পড়ল বায়তুল মোকাররমের প্যান্ডেল, নিহত ১

১৭ মে ২০১৯, ২০:৩৭ | আপডেট: ১৭ মে ২০১৯, ২১:১০

নিজস্ব সংবাদদাতা
সন্ধ্যায় ঝড়ে ভেঙে যায় বায়তুল মোকাররম মসজিদের অস্থায়ী প্যান্ডেল। ছবি : ফোকাস বাংলা

ইফতারের পরে হওয়া ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙে একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ ১৩ জন। আজ শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অস্থায়ী প্যান্ডেল ভেঙে ওই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৬)। তিনি ওই প্যান্ডেলের নিচে নামাজ আদায় করছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মী জীবন মিয়া জানান, ইফতারের পর ঝড়টা শুরু হয়। তখন মুসল্লিদের নামাজ আদায়ের জন্য করা অস্থায়ী প্যান্ডেলটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট পাঠানো হয়। হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন। তবে অন্যদের অবস্থা গুরুতর নয়।

Advertisement