Beta

আগামী ২৩ মে অবস্থান কর্মসূচির ডাক কৃষকদের

১৭ মে ২০১৯, ১৭:০৩

ইউএনবি
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ কৃষক সমিতি। ছবি : ইউএনবি

কৃষকদের উৎপাদনের ন্যায্যমূল্যের দাবিতে আগামী ২৩ মে সারা দেশের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা জানান সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে আমরা আগামী মাসে একটানা অবস্থান ধর্মঘট এবং দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেব।’

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।

কৃষকরা বলছেন, ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় এ বছরও তারা বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। কারণ, প্রতি একর জমিতে ধান চাষ করতে যা খরচ হয়, তা ধান বিক্রি করে তার অর্ধেকও খরচ উঠে আসে না।

টাঙ্গাইল, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় ন্যায্যমূল্য না পেয়ে আগুন দিয়ে ধান পুড়িয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ সাধারণ কৃষকরা।

Advertisement