Beta

সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু

১৬ মে ২০১৯, ২১:০৭

ইউএনবি

ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার বিকেলে পুনরায় চালু হয়েছে।

মাইজগাঁও রেল স্টেশনের মাস্টার ইমাম হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি বেলা সাড়ে ১১টার দিকে মল্লিকপুর এলাকায় এসে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে উদ্ধারকারী ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

Advertisement