Beta

বাধ্যতামূলক কোচিং, দুদকের অভিযান স্কুলে

১৬ মে ২০১৯, ২০:৪৯

নিজস্ব সংবাদদাতা

শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করানোর অভিযোগ উঠেছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

আজ বৃহস্পতিবার দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য জানান।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, রাজধানীর মানিকদী এলাকার ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করানো হতো। এই অভিযোগটি দুদকের হটলাইন নম্বর ১০৬ এ একজন জানান। তার ভিত্তিতে আমাদের এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান চালায়।

প্রণব কুমার ভট্টাচার্য আরো বলেন, অভিযান চালানোর সময় সেখানে শিক্ষার্থীদের অভিভাবকও উপস্থিত ছিলেন। তখন দুদকের টিম প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আব্দুল মালিকের উপস্থিতিতেই অভিভাবকদের বক্তব্য নেন। তখন টিম জানতে পারেন যে, কোচিং করানোর নামে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ৭০০ থেকে ৯০০ টাকা করে আদায় করা হয়।

প্রণব কুমার ভট্টাচার্য আরো বলেন, সব কিছু জেনে বুঝে দুদকের এনফোর্সমেন্ট টিম প্রধান শিক্ষককে সতর্ক করেন। এ সময় পুরোদমে কোচিং বন্ধ করতে প্রধান শিক্ষককে অনুরোধ করেন। একই সঙ্গে কোচিং করিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকাও ফেরত দিতে অনুরোধ করেন।

Advertisement