Beta

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

১৬ মে ২০১৯, ১৬:২৪

ইউএনবি

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন মাইজগাঁও রেলস্টেশনের মাস্টার ইমাম হোসেন। 

ইমাম হোসেন আরো জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় এসে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশনের মাস্টার জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেনটি সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বগি লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের চেষ্টা করছে। এতে দু-তিন ঘণ্টা সময় লাগতে পারে।

Advertisement