Beta

মৌলভীবাজারে বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, একজন নিহত

১২ মে ২০১৯, ১৭:২০

মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকায় দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি

মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক ও একজন যাত্রী।

পুলিশ জানায়, আজ রোববার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মমতাজ বেগম (৪০) নামের এক যাত্রী নিহত হন।

আহতরা হলেন অটোরিকশার চালক আমিন মিয়া (২৫) ও অটোরিকশার যাত্রী ফয়ছল মিয়া (৩০)। হতাহতরা সবাই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাফিজ সাদিক এ তথ্য  নিশ্চিত করেন। তিনি জানান, বাস ও অটোরিকশা  আটক করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন।

Advertisement